পরিকল্পের বৈশিষ্ট, শর্ত ও নিয়মাবলী:
পলিসির মেয়াদ ও তাকাফুল অংক/ফেইস ভ্যালু নির্ধারণ: | ক) মেয়াদ = ১৮-তাকাফুলর শুরুতে প্রস্তাবিত শিশুর নিকটবর্তী পূর্ণ বছরে। খ) তাকাফুল অংক = বার্ষিক বৃত্তি X তাকাফুলের মেয়াদ |
এই পরিকল্পের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নে তুলে ধরা হলো: | |
তাকাফুলর ধরন: | নবায়নযোগ্য মেয়াদী গোষ্ঠী জীবন তাকাফুল |
তাকাফুলবৃত শিক্ষা প্রতিষ্ঠান : | বাংলাদেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহ। |
তাকাফুলবৃত ব্যক্তি : | পিতা/মাতা/আইনগত অভিভাবক (যে কোন একজন তাকাফুলবৃত হবেন) |
তাকাফুলের শুরুতে শিশুর বয়স: | শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৩ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর। |
তাকাফুলবৃতের বয়স: | পিতা/মাতা/আইনগত অভিভাবকের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর। |
মেয়াদ: | তাকাফুলের মেয়াদ শিশুর বয়সের উপর নির্ভরশীল এবং পলিসির মেয়াদ শেষ হবে শিশুর ১৮তম জন্মদিনে পৌঁছানোর পলিসি বার্ষিকীতে। ন্যূনতম ১ বছর হতে সর্বোচ্চ ১৭ বছর পর্যন্ত পলিসির মেয়াদ হবে। |
কন্ট্রিবিউশন হার: | প্রতি ইউনিটের জন্য জনপ্রতি বার্ষিক কন্ট্রিবিউশন টাকা ৮৫/- মাত্র । (যা পূর্বোক্ত দুই ভাগে বিভক্ত হয়ে জমা হবে) |
বৃত্তির প্রদান: | অভিভাবকের ইন্তেকালের পর তাবাররু তহবিল/ঝুঁকি তহবিল থেকে তহবিল নীতি অনুসরণ করত তাকাফুলবৃত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। |
উদাহরণ: | কোন অভিভাবক তাঁর সন্তানরে জন্য ১০ ইউনিট শিক্ষা তাকাফুল সুবিধা গ্রহণ করলে কন্ট্রিবিউশন এবং শিক্ষা তাকাফুল সুবিধা (তহবিল নীতি অনুসারে) হবে প্রতি ইউনিটের ১০ গুন। ১০ (দশ) ইউনিটের জন্য কন্ট্রবিউিশন হবে টাকা ৮৫/- X ১০ /- টাকা = ৮৫০/- মাত্র এবং শিক্ষা তাকাফুলের সুবিধা হবে |
-
প্রতি ইউনিট-এর জন্য দুর্ঘটনা জনিত মৃত্যু(Death) এবং অঙ্গহানী (স্থায়ী অক্ষমতা)- Accidental Permanent and Total Disability এর সুবিধা সমুহ :
- মৃত্যু(Death)জনিত সুবিধা: মৃত্যু হলে প্রতি ইউনিটের জন্য তাবাররু তহবিল থেকে তহবিলের নীতি অনুসারে মাসিক ৫০০/- টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
-
দুর্ঘটনা জনিত সম্পূর্ণ এবং স্থায়ী ক্ষতিতে (স্থায়ী অক্ষমতা) প্রতি ইউনিটের জন্য তাবাররু তহবিল থেকে তহবিলের নীতি অনুসারে মাসিক ৫০০/- হারে বৃত্তি প্রদান করা হবে-
- (ক)উভয় চক্ষুর দৃষ্টিশক্তি নষ্ট হলে;
- (খ)কব্জির উপর থেকে উভয় হাত কাটা/খোয়া গেলে;
- (গ)গোড়ালির উপর থেকে উভয় পা কাটা/খোয়া গেলে;
- (ঘ)কব্জির উপর এক হাত এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা/খোয়া গেলে;
- (ঙ)এক চক্ষু এবং কব্জির উপর থেকে এক হাত নষ্ট/কাটা খোয়া গেলে;
- (চ)এক চক্ষু এবং গোড়ালীর উপর থেকে এক পা নষ্ট/ কাটা/ খোয়া গেলে।
-
তাকাফুল অংশগ্রহণকারীর যোগ্যতা:
- তাকাফুল অংশগ্রহণকারীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
- তাকাফুল অংশগ্রহণকারীর নিজস্ব নিয়মিত আয় থাকতে হবে
-
চুক্তি বর্হিভূত ঝুঁকিসমমূহ:
-
এই অতিরিক্ত চুক্তির অধীনে নিম্নক্ত কারণসমূহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘটিত সম্পূর্ণ বা আংশিক ক্ষতি অথবা অক্ষমতা বা মুত্যুজনিত কোন দায় কোম্পানী উপর বর্তাবে না -:
- (ক) তাকাফুল শুরুর ১ বছরের মধ্যে সুস্থ বা বিকৃত মস্তিস্কে তাকাফুলবৃত কর্তৃক আত্মহত্যা, আত্মহত্যার প্রচেষ্টা অথবা নিজেকে আহত করা;
- (খ) ঘোষিত বা অঘোষিত যুদ্ধ, গৃহযুদ্ধ, বিপ্লব, বিদ্রোহ, ধর্মঘট, দাঙ্গা-হাঙ্গামা অথবা অনুরূপ যে কোন ঘটনায় আঘাতপ্রাপ্ত হলে;
- (গ) ঘোষিত বা অঘোষিত যুদ্ধাবস্থায় সামরিক বা নৌবাহিনীতে চাকুরী অথবা যুদ্ধবৎ কর্মকান্ড বা আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠান জন্য নিয়োজিত থাকা কালে আঘাতপ্রাপ্ত হলে;
- (ঘ) একজন আইন প্রয়োগকারী অফিসার হিসাবে গ্রেফতার কার্যে অংশগ্রহণ কালে আঘাত প্রাপ্ত হলে;
- (ঙ) খুন,আক্রমণ অথবা ঝগড়ায় অংশ গ্রহণ কালে আঘাত প্রাপ্ত হলে;
- (চ) যে কোন গুরুতর অপরাধমুলক তৎপরতায় অংশগ্রহণ কালে আঘাত প্রাপ্ত হলে;
- (ছ) যে কোন প্রকার হার্নিয়া জনিত সৃষ্ট ক্ষতি;
- (জ) গর্ভাবস্থা বা সন্তান প্রসব কালে ক্ষতি;
- (ঝ) দুর্ঘটানা জনিত কাটা বা ক্ষত হইতে উদ্ভূত সংক্রমণ ব্যতীত অন্য কোন প্রকার অসুস্থতা, রোগ বা সংক্রমণ জনিত ক্ষতি;
- (ঞ) ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বিষপান অথবা গ্যাস বা বিষবাম্প গ্রহণের কারণে ক্ষতি;
- (ট) সুরা বা ঔষধের প্রভাবাধীন থাকায় বা সে কারণে সংঘটিত দুর্ঘটনা বা ক্ষতি;
- (ঠ) এই অতিরিক্ত চুক্তি বিমানে ভ্রমণের বিধি-নিষেধ মুক্তি প্রতিবিধানের আওতা বর্হিভূত যে কোন প্রকার বিমানপোতে চাকুরী, ভ্রমণ, উড্ডয়ন বা বিমান হইতে অবতরণ কালে সংঘঠিত দুর্ঘটনা;
- (ড) চাকা বা ঘোড়ার উপর বা নৌকায় বা পানিতে স্কিলিং এর কারণে আঘাত প্রাপ্তি;
- (ঢ) এইডস বা এইডস সম্পর্কিত রোগের কারণে মুত্যু বা স্থায়ী এবং সম্পূর্ণ অক্ষমতা। এখানে এইডস বলতে একোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমকে বুঝানো হয়েছে।
-
এই অতিরিক্ত চুক্তির অধীনে নিম্নক্ত কারণসমূহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘটিত সম্পূর্ণ বা আংশিক ক্ষতি অথবা অক্ষমতা বা মুত্যুজনিত কোন দায় কোম্পানী উপর বর্তাবে না -: