শর্তাবলী:
তাকাফুলের শুরুতে বয়স: | ১৮ থেকে ৫৫ বছর। |
মেয়াদ পূর্তিতে বয়স: | মেয়াদ পূর্তিতে বয়স ৬০ বছরের বেশী হবে না। |
তাকাফুল ঝুঁকি অংক: | সর্বোচ্চ ১০ লক্ষ টাকা (তাকাফুল অংকের ৫০% বেশী নয়) যা তাবাররু/তাকাফুল ফান্ড থেকে ফান্ডের নীতিমালা অনুযায়ী সহযোগিতা হিসাবে প্রদান করা হবে। |
অপেক্ষমান কাল: | ১৮০ দিন। |
-
ক্যান্সার:
- যেকোন সার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল স্টেজ;
- যেকোন প্রি-ম্যালিগন্যান্ট টিউমার;
- যেকোন নন-ইনভেসিভ ক্যান্সার(Cancer In-Situ);
- প্রোস্টেট ক্যান্সার ধাপ-T1a, 1b,1c;
- বাসাল সেল কার্সিনোমা এন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা;
- ম্যালিগন্যান্ট মেলানোমা ধাপ - 1A (T1a, N0, M0);
- এইচআইভি ভাইরাসের উপস্থিতিতে যেকোন ম্যালিগন্যান্ট টিউমার;
- ম্যালিগন্যান্ট মেলানোমা ব্যতীত যেকোন স্কিন ক্যান্সার।
-
মাইয়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন:
- ট্র্যান্সিয়েন্ট আইসি এটাক(TIA);
- মস্তিস্কের ট্রমাটিক ইনজুরি;
- মাইগ্রেনের কারণে স্নায়ুবিক উপসর্গ;
-
স্ট্রোক:
- ট্র্যান্সিয়েন্ট আইসি এটাক(TIA);
- মস্তিস্কের ট্রমাটিক ইনজুরি;
- মাইগ্রেনের কারণে স্নায়ুবিক উপসর্গ;
- কোন ধরনের স্নায়ুবিক সমস্যা ব্যতীত লাকুনার স্ট্রোক;
- করোনারি আর্টারি সার্জারি;
- এনজিওপ্লাস্টি;
- অন্য যেকোন ইন্ট্রা-আর্টারিয়াল প্রদ্ধতিতে চিকিৎসা;
- কি হোল সার্জারি(Key-Hole-Surgery)।
-
শরীরের অঙ্গ প্রতিস্থাপন:
- স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন।
-
তাকাফুল অংশগ্রহণকারীর যোগ্যতা:
- তাকাফুল অংশগ্রহণকারীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
- তাকাফুল অংশগ্রহণকারীর নিজস্ব নিয়মিত আয় থাকতে হবে
-
সুবিধাদি:
- ৮টি মারাত্মক গুরুব্যাধির চিকিৎসা সুবিধা গ্রহণ- ক্যান্সার, স্ট্রোক, হার্ট এটাক (Myocardial Infraction), করোনারী আর্টারী সার্জারী, কিডনী বিকল, মাল্টিপল স্কেরোসিস, শরীরের একাধিক অঙ্গের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি, শরীরের প্রধান কোন অঙ্গ প্রতিস্থাপন।
- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত তাকাফুল সহযোগিতা প্রাপ্তির তাকাফুল করা যায়; যা মোট মূল তাকাফুল অংকের ৫০% এর বেশী নয়।
- সুবিধাজনক কন্ট্রিবিউশন প্রদান পদ্ধতি (মূল তাকাফুলের অনুরূপ)।
- দেশ ব্যাপী কোম্পানির তালিকাভুক্ত হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মর্যাদাপূর্ণ বিশেষ পরিষেবা।